দেশ

রঙ বদলালেও বদলায়নি অভ্যেস, উপনির্বাচনে প্রচারে হাত চিহ্নে ভোট চাইলেন সিন্ধিয়া!

টিডিএন বাংলা ডেস্ক: রঙ বদলালেও বদলায়নি অভ্যেস, উপনির্বাচনে প্রচারে হাত চিহ্নে ভোট চাইলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শনিবার উপ-নির্বাচনের প্রচারে গিয়ে কংগ্রেসের জন্য ভোট চেয়ে বসেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।
সিন্ধিয়ার কর্মকান্ডে তোপ দাগতে ছাড়েনি কংগ্রেসও। ভিডিওতে দেখা যাচ্ছে, এদিন মধ্যপ্রদেশের ডাবরায় বিজেপি নেত্রী ইমারতি দেবীর হয়ে ভোট প্রচারে যান ‘ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সেখানে ভোট চাইতে গিয়ে তিনি বলেন, “ডাবরার প্রিয় জনতা প্রতিশ্রুতি দিন, ৩ নভেম্বর আপনারা হাত চিহ্নেই ভোট দেবেন।” যদিও মুহুর্তের মধ্যে নিজের ভুল শুধরে নেন এই দুঁদে রাজনীতিবিদ। বলেন, প্রিয় জনতা কথা দিন, “৩ নভেম্বর পদ্ম চিহ্নে ভোট দিয়ে হাতকে মধ্যপ্রদেশ থেকে একেবারে মুছে ফেলবেন।”

Related Articles

Back to top button
error: