টিডিএন বাংলা ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনী লড়াইয়ে বিপক্ষের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী এবং আরজেডি নেতা তেজস্বী যাদবের নাম না করেই একটি নির্বাচনী জনসভা থেকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ প্রসঙ্গে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সভাপতি তথা মুলায়ম সিং যাদবের পুত্র অখিলেশ যাদব এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর জোটের প্রসঙ্গ উল্লেখ করে নরেন্দ্র মোদী বলেন, তিন চার বছর আগে উত্তরপ্রদেশের নির্বাচনেও জোড়া রাজকুমারেরা হাত মিলিয়েছিলেন। বিহারেও নিজেদের মুকুট বাঁচাতে দুজন যুবরাজ লড়াই করছে। উত্তরপ্রদেশের মানুষ যেভাবে তাদের ফিরিয়ে দিয়েছিলেন বিহারেও তাদের একই অবস্থা হবে।
এর আগেও বিহারের নির্বাচনী জনসভা থেকে লালু যাদব পুত্র তেজস্বী যাদব কে জঙ্গল রাজের যুবরাজ বলে অভিহিত করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন বিজেপি এবং নীতীশ কুমারের জেডিইউ-এর মিলিত সরকারকে তেজস্বী যাদব এর নাম দেওয়া “ডাবল ইঞ্জিন সরকার” হিসেবে উল্লেখ করে লালু যাদব পুত্র তেজস্বী এবং রাহুল গান্ধীর সরাসরি নাম না উল্লেখ করে পরোক্ষে তাদের কটাক্ষ করে নরেন্দ্র মোদী বলেন, একদিকে এখন বিহারের সামনে রয়েছে ডবল ইঞ্জিনের সরকার আর অপরদিকে একজন যুবরাজ হাত মিলিয়েছেন জঙ্গল রাজের যুবরাজের সাথে। মোদি আরো বলেন, ডাবল ইঞ্জিন সরকার যেখানে বিহারের উন্নতি করতে প্রতিশ্রুতিবদ্ধ সেখানে জোড়া যুবরাজ এরা নিজেদের নিজেদের বাঁচাতে ব্যস্ত।