HighlightNewsদেশ

ডাবল ইঞ্জিন সরকারের আমলে বেকারত্বের হার ৪৬.৬% কেনো? প্রধানমন্ত্রীকে প্রশ্ন তেজস্বী যাদবের

টিডিএন বাংলা ডেস্ক: বিহারের প্রথম দফার নির্বাচন হলে যাওয়ার পর এবার দ্বিতীয় দফার নির্বাচনের জন্য নিজের নিজের দলের সমর্থনে জোর কদমে নির্বাচনী সভা থেকে অভিযোগ, পাল্টা অভিযোগের লড়াই চলছে বিহারে। এই পরিস্থিতিতে নীতিশ কুমারের সমর্থনে বিজেপির স্টার প্রচারক হিসাবে বিহারের ছাপড়া, সমস্তিপুর, মতিহারি, চম্পারন এ একের পর এক নির্বাচনী জনসভায় বিরোধীদের বিরুদ্ধে জোরদার আক্রমণ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এল মি একটি জনসভা থেকে জিডিও এবং বিজেপির সরকারকে তেজস্বী যাদব এর নামকরণ করা ডাবল ইঞ্জিন সরকার বলেই অভিহিত করে আদতে লালু যাদব পুত্র তেজস্বী যাদব এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে পরোক্ষে কটাক্ষ করে নরেন্দ্র মোদী বলেন, ডাবল ইঞ্জিন সরকার বিহারের উন্নতি করতে প্রতিশ্রুতিবদ্ধ আর আরেক দিকে একজন যুবরাজ যুবরাজ যুবরাজ এর সঙ্গে হাত মিলিয়েছে। শুধু তাই নয় উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব এবং রাহুল গান্ধীর জোটের প্রসঙ্গ উল্লেখ করে মোদি বলেন, তিন চার বছর আগে উত্তরপ্রদেশের নির্বাচনে নিজেদের মুকুট বাঁচাতে জোড়া যুবরাজ নির্বাচনী লড়াইয়ে নেমেছিলেন।উত্তরপ্রদেশের মানুষ যেভাবে তাদের ফিরিয়ে দিয়েছিলেন বিহারে ও জোড়া যুবরাজের একই অবস্থা হবে।

নরেন্দ্র মোদির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা “ডাবল ইঞ্জিন সরকারের” বিহারের উন্নতিতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার প্রসঙ্গে বিহারের বেকারত্বের প্রশ্নে মোদিকে বিদ্ধ করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। একটি টুইট করে তেজস্বী যাদব প্রশ্ন করেছেন,”আদরণীয় প্রধানমন্ত্রী এটা বললেন না যে ডাবল ইঞ্জিন সরকারের আমলে বিহারের বেকারত্বের হার ৪৬.৬ শতাংশ কেন? বিহারের প্রায় প্রতিটি ঘর থেকে পলায়ন কেন হয়? এনসিআরবি পরিসংখ্যান অনুসারে বিহার অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য প্রথম স্থানে কেন? নীতি আয়োগ এর পরিসংখ্যান অনুসারে বিহার শিক্ষা, স্বাস্থ্যক্ষেত্রে পিছিয়ে কেন আছে?”

https://twitter.com/yadavtejashwi/status/1322771702909005824?s=20

Related Articles

Back to top button
error: