HighlightNewsদেশ

মানুষ কি খাবে তা রাষ্ট্র ঠিক করবে ? ‘কসাইখানা বন্ধ’ প্রসঙ্গে উত্তরাখণ্ড হাইকোর্ট

টিডিএন বাংলা ডেস্ক: উত্তরাখন্ড সরকার মিউনিসিপ্যাল এ্যাক্ট এর মাধ্যমে যেকোনো পৌরসভা ও পঞ্চায়েত এলাকাকে ‘কসাইখানা মুক্ত’ করার ক্ষমতা নিজের হাতে নিয়েছে। এই এ্যাক্টের মাধ্যমে উত্তরাখণ্ড সরকার হরিদ্বারকে ‘কসাইখানা মুক্ত’ করার সিদ্ধান্ত নেয়। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে পিটিশন দায়ের করে মাঙ্গলৌর এক বাসিন্দা। এই পিটিশনে বলা হয়, “মার্চ মাসে উত্তরাখন্ড সরকারের ঘোষিত এই নির্দেশ মানুষের ব্যক্তিগত স্বাধীনতা, মৌলিক অধিকার ও বিশেষভাবে স্বাধীন ভাবে ধর্মাচরণের অধিকারের পরিপন্থী।” পাশাপাশি এই আইনকে অসাংবিধানিক বলে দাবি করা হয় পিটিশনে। এই পিটিশনের শুনানিতে উত্তরাখণ্ড হাইকোর্ট তাৎপর্যপূর্ণ মন্তব্য পক্ষে দেওয়া বিভিন্ন রায়ের উল্লেখ করেন। অবশ্য হাইকোর্ট জানিয়েছে, এই মামলাটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় বরং এই রায়ের সাংবিধানিকতা বিচার করা হবে। এই পিটিশন ‘গুরুতর মৌলিক প্রশ্ন’ তুলে ধরেছে বলে মন্তব্য করে হাইকোর্ট। এই মামলার পরবর্তী শুনানি ২৩ জুলাই নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য যে, ইতিপূর্বে এই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টও উদ্বেগ প্রকাশ করেছিল। বিশ্লেষকদের মতে বর্তমান বিজেপি সরকার ভারতকে গৈরিকীকরণ বা হিন্দুত্বকরণ করতে চাইছে। যা বৈচিত্র্যপূর্ণ ভারতীয় সংস্কৃতির সম্পূর্ণ পরিপন্থী।

Related Articles

Back to top button
error: