প্রবল বৃষ্টিতে মুম্বাইতে ভেঙে পড়ল বাড়ি, মৃত্যু ১৫ জনের, বহু মানুষের আটকে থাকার আশঙ্কা

টিডিএন বাংলা ডেস্ক: মুম্বাইতে শুক্রবার থেকেই হঠাৎই শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। বৃষ্টির প্রচণ্ডতায় ভেঙে পড়েছে চেম্বুর ও বিক্রোলির দুটি বাড়ি। চেম্বুরের দুর্ঘটনায় ১১ জন ও বিক্রোলির ঘটনায় চারজনের মৃত্যুর খবর জানা গিয়েছে। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে শুক্রবার থেকেই মুম্বাইয়ের দাদার, চেম্বুর, গান্ধী মার্কেট, কুরলা, বোরিভালি, চুনাভাট্টি প্রভৃতি এলাকাতে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। ভারি বর্ষণের ফলে এ সমস্ত এলাকা জলের নিচে চলে গিয়েছে। বৃষ্টির প্রচণ্ডতায় চেম্বুর ও বিক্রোলির দুইটি ভবন ভেঙে পড়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। পুলিশ ও বিপর্যয়ের মোকাবিলা বাহিনী যৌথভাবে উদ্ধারকাজ শুরু করেছে। চেম্বুরের বিধ্বস্ত বাড়ি থেকে ১১ জনের লাশ পাওয়া গিয়েছে। এখনো আটকে আছে বেশ কয়েকজন। অন্যদিকে অপর এক ঘটনায় বিক্রোলির ভাঙ্গা বাড়ির থেকে চার জনের লাশ উদ্ধার হয়েছে। এখনো কতজন আটকা পড়ে আছে নিশ্চিত ভাবে বলা জাচ্ছে না। ফলে মৃত্যুর সংখ্যা আরো বাড়ার আশঙ্কা আছে।