টিডিএন বাংলা ডেস্ক: রাজ্য সরকারের পক্ষ থেকে ওড়িষ্যার বালেশ্বরে আপ করমন্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আহতদের ক্ষতির মাত্রা অনুযায়ী আর্থিক সাহায্য দেওয়া হবে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সহস্র মানুষ। এদের মধ্যে একটি বড়ো সংখ্যক পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা আগেই করা হয়েছে। আর আহতদের ক্ষতির মাত্রা অনুযায়ী আর্থিক সাহায্য দেওয়া হবে।