নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলার শুনানি একইসঙ্গে করার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

টিডিএন বাংলা ডেস্ক: শীর্ষ কোর্টে চলা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলার শুনানি একইসঙ্গে করার সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি যতক্ষণ না সেই মামলার শুনানি শেষ হচ্ছে। ততদিন স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি-র ১৯১১টি শূন্যপদে নিয়োগের কাউন্সেলিংও স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা।

আজ মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল
শীর্ষ আদালতের বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি মনোজ মিশ্রর ডিভিশন বেঞ্চে। এদিন ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে বলা হয়,
সুপ্রিম কোর্টের অন‍্য বেঞ্চে চলা মামলাগুলিও একসঙ্গে মার্চ করে তবেই দেওয়া হবে রায়।