Highlightসাহিত্য ও সংস্কৃতি

সৎ সাহসী নারীদের প্রেরণা জুগিয়ে সাংবাদিক রেবাউল মন্ডলের ‘সুলতানা’ কাব্যের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, নদীয়া:পৃথিবীর সৎ সাহসী নারীদের পথ চলার প্রেরণা জুগিয়ে রেলযোগাযোগহীন নদিয়ার উত্তর সীমান্ত এলাকা করিমপুরের গমাখালীতে প্রকাশিত হল টিডিএন বাংলার সাংবাদিক রেবাউল মন্ডলের প্রথম কাব্য ‘সুলতানা’। বইটি কলকাতার ছাত্রবন্ধু প্রকাশন থেকে প্রকাশ করেছেন বিশিষ্ট শিশু সাহিত্যিক মুহাম্মদ নুরুদ্দীন।

১৫মার্চ বুধবার কবির নিজ গ্রাম গমাখালীতে এলাকার বিশিষ্টজনের উপস্থিতিতে ‘সুলতানা’র মোড়ক উন্মোচন করেন ‘দর্পণ মুখের খোঁজে’ পত্রিকার সম্পাদক দেবজ্যোতি কর্মকার, কবি ও সাংবাদিক মোকতার হোসেন মন্ডল, করিমপুরের শিক্ষক ও বুদ্ধিজীবী সন্দীপ ঘোষ, লেখক অমিত দাস, দীপঙ্কর বিশ্বাস, শিশুমিত্র পুরস্কার প্রাপ্ত শিক্ষক সাহাবুদ্দিন মন্ডল, দলিল লেখক সামসুজ্জোহা বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী কবির চাচা নজরুল ইসলাম, আলিকাদের মন্ডল, সামসুজ্জোহা মন্ডল, কবির দুই ভাই মনিরুল মন্ডল ও ইউসুফ মন্ডল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কবি আব্দুর রউফ।

পেশায় শিক্ষকতা ছাড়াও বিভিন্ন সমাজসেবা মূলক কাজের পাশাপাশি সাংবাদিকতা কবির নেশা। এদিন বই প্রকাশের পর আবেগভরা কণ্ঠে কবি জানান, ‘লেখালেখির হাতেখড়ি সেই ক্লাস সিক্সে। একদিন মা বললেন, সব লেখাগুলি একত্রিত করে একটি বই করলেই তো পারিস। সাহস হল। অন্তরে মায়ের সেই অনুপ্রেরণা নিয়ে অনেক দিনের প্রচেষ্টায় আমার প্রথম কাব্য ‘সুলতানা’ আজ প্রকাশিত হল, যা গোটা বিশ্বের সৎ সাহসী নারীদের উৎসর্গ করেছি। জীবনে কাব্য লিখবো, বই আকারে বের হবে, কোনদিন ভাবিনি। আর পরিবারের সহযোগিতা ছাড়া এ কাজ সম্ভবও ছিল না।’

লেখক দেবজ্যোতি কর্মকার বলেন, ‘অনেকে বই প্রকাশ করতে কলকাতায় ছোটেন। কিন্তু নিজের গ্রামেও যে নিজের কাব্য প্রকাশিত হতে পারে সেটা প্রমাণ করেছেন রেবাউল মন্ডল। আরও ভাল লাগল তার মায়ের কৃতিত্বে যিনি রেবাউলকে বই লেখার সাহস জুগিয়েছেন। আর সেই জন্যই তিনি উৎসর্গের পাতায় সেকথা উল্লেখও করেছেন যা ভীষণভাবে মন ছুঁয়ে গেল।’ শিক্ষক সন্দীপ ঘোষ বলেন, ‘কবিতার শক্তি এটাই যে প্রত্যন্ত গ্রামে বসেও দিল্লীর কথা তুরষ্কের কথা পৃথিবীর সব কথা লেখা যায়। রেবাউল গ্রামে বসে সেটা করেছে।’

এদিন সুলতানা’ কাব্য প্রকাশের পর কবি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রকাশক মুহাম্মদ নূরুদ্দিন সাহেব, অক্ষর বিন্যাসকারী ইব্রাহিম মন্ডল সহ বই প্রকাশে যারা আন্তরিকভাবে সহযোগীতা করেছেন সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। আগামীতে পাঠকের প্রেরণা ভালোবাসা ও দোয়া পেলে আরও লেখার ইচ্ছে রয়েছে।

Related Articles

Back to top button
error: