রাজ্য

‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড’ বাস্তবায়ন নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের

টিডিএন বাংলা ডেস্ক : শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারকে পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড’ প্রকল্প দ্রুত চালু করার নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত। কোনও অজুহাত ছাড়াই রাজ্য সরকারকে ‘ওয়ান নেশন, ওয়ান রেশন কার্ড’ বাস্তবায়ন করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, “এই প্রকল্প পরিযায়ী শ্রমিকদের জন্য।” রাজ্য সরকার এখানে কোনও সমস্যার কথা জানাতে পারে না বলেই জানায় দেশের শীর্ষ আদালত।

পরিসংখ্যান মতে, ‘এক দেশ এক রেশন কার্ড’ প্রকল্পে যোগ দেওয়ার জন্য রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণ, বায়োমেট্রিকের মাধ্যমে চিহ্নিত করার মতো কাজে পশ্চিমবঙ্গ অনেকটাই এগিয়ে রয়েছে। কেন্দ্র সরকারের হিসেব অনুযায়ী, রাজ্যের প্রায় ৯৬ শতাংশ রেশন দোকানে ই-পিওএস (ইলেকট্রনিক পয়েন্ট অব সেল) যন্ত্র বসে গিয়েছে। এই যন্ত্রে রেশন কার্ডের আসল মালিকই চাল-গম নিতে এসেছেন কি না, তা চিহ্নিত করা যায়। ৮০ শতাংশ রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণও হয়ে গিয়েছে। ফলে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প চালু করতে কোনও বাধা নেই। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রায়ের কথা এখনও জানি না। নির্দেশের কপি দেখে এই বিষয়ে বলব।”

Related Articles

Back to top button
error: