Highlightরাজ্য

ধামাখালিতে নদীর জলে ভেসে গেল গ্রাম, আটকদের উদ্ধার করে এনডিএফ বাহিনী

টিডিএন বাংলা ডেস্ক: ইয়াসের প্রভাবে দক্ষিণ ২৪ পরগনায় বেশি ক্ষয়ক্ষতি না হলেও বিপর্যস্ত হয়েছে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনা সন্দেশখালি ধামাখালিতে ইয়াস আছড়ে পড়ার আগেই সারারাত ধরে ঝোড়ো হাওয়ার সাথে চলে বৃষ্টি। জোয়ারের কারণে বিদ্যাধরী নদীতে জলস্তর বেড়ে যায়। গ্রামে ঢুকে পড়ে নদীর জল। ভেঙে পড়ে নদী বাঁধ। বাড়ির ছাদে আশ্রয় নেন গ্রামবাসীরা। এদিকে রাস্তা জলমগ্ন হয়ে যাওয়ায় সন্দেশখালির সঙ্গে সরবেড়িয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই পরিস্থিতিতে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে কোমরে দড়ি বেঁধে উদ্ধার কাজে নেমে পড়ে এনডিএফ বাহিনী। একইসাথে ধামাখালি কলাগাছি নদীতেও ইয়াসের প্রভাবে জল স্তর বৃদ্ধি পাওয়ায় আশেপাশের গ্রামের জল ঢুকতে শুরু করে। বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে নদী বাঁধ। এই পরিস্থিতিতে গ্রামে আটকে পড়া মানুষজনকে উদ্ধার করে দ্রুত সাইক্লোন রিলিফ সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে।

Related Articles

Back to top button
error: