রাজ্য
কাঁটাতার দিয়ে ঘিরতে হবে বিশ্বভারতীর প্রাচীর, চার সদস্যের কমিটি গঠন করে নির্দেশ হাইকোর্টের
টিডিএন বাংলা ডেস্ক: কাঁটাতার দিয়ে ঘিরতে হবে বিশ্বভারতীর প্রাচীর। চার সদস্যের কমিটি গঠন করে শুক্রবার এমনটাই নির্দেশ প্রদান করলো কলকাতা হাইকোর্ট। এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণনের বেঞ্চে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। আদালত জানিয়েছে, বিশ্বভারতীতে এখনই কোনও নির্মাণ বা ভাঙার কাজ করা যাবে না। যা করতে হবে সবটাই চার সদস্যের কমিটির তত্বাবধানে করতে হবে। ভূমি রাজস্ব দফতরকে জমি মাপজোখের কাজ করতে হবে। বিশ্বভারতীর জায়গা চিহ্নিত হওয়ার পর তা কাঁটা তার দিয়ে ঘিরতে হবে।