দেশ

বিধানসভা নির্বাচনে জিতবে এনডিএ, মুখ্যমন্ত্রী নীতিশের নেতৃত্বে বিহার আত্মনির্ভর হবে: শাহনওয়াজ হুসেন

টিডিএন বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের বিকাশের জন্য যা যা করেছেন তার জন্য তাঁকে ধন্যবাদ জানাতে এক অভিনব উদ্যোগ নিল বিহার বিজেপি। রাজ্যের ৭০ টি আলাদা আলাদা জায়গা থেকে প্রেস কনফারেন্সের আয়োজন করলেন বিহারের বিজেপি নেতারা। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বিহারের দারভাঙ্গায় এসে পৌঁছন বিজেপির জাতীয় মুখপাত্র তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শাহনওয়াজ হুসেন।

এই বিশেষ অনুষ্ঠানে শামিল হয়ে শাহনওয়াজ হুসেন বলেন, বিহার বিধানসভা নির্বাচনে নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ লড়াই করবে এবং নির্বাচনের পর আবার আগামী পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে বিহারের দায়িত্ব সামলাবেন। ওনার নেতৃত্বে বিহার আত্মনির্ভর তৈরি হবে। এরপর মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের প্রশংসা করে শাহনওয়াজ হুসেন বলেন, করোনা পরিস্থিতিতে নীতিশ কুমারের নেতৃত্বে বিহার একটা যুদ্ধে লড়াই করেছে। এই পরিস্থিতিতে যেভাবে লোকসভা নির্বাচনে এনডিএর পক্ষে জনাদেশ এসেছিল ঠিক সেভাবেই বিহারের বিধানসভা নির্বাচনে এনডিএর পক্ষে বহুমত আসবে।

Related Articles

Back to top button
error: