রাজ্য

ফুঁসছে ফুলাহার ও মহানন্দা নদীর জল, প্লাবনের আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, মালদা: মালদায় গঙ্গা নদীতে জারি লাল সর্তকতা। বাড়ছে ফুলাহার ও মহানন্দা নদীর জল। ইতিমধ্যেই গঙ্গা ও ফুলাহার নদীর জলে মালদার রতুয়া১ নম্বর ব্লকের মহানন্দ টোলা বিলাই মারি দ্বীপের বেশকিছু গ্রাম জলমগ্ন হয়ে গিয়েছে।

এই পরিস্থিতিতে মহানন্দার জল যেভাবে বাড়ছে তাতে রতুয়া ২ পুরাতন মালদা ইংরেজবাজার সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা।

জেলা প্রশাসনের সাথে সংযোগ রেখে গোটা পরিস্থিতির ওপর নজর রেখেছে সেচ দপ্তর।
অন্যদিকে কালিয়াচক ৩ নম্বর ব্লক মানিকচক কালিয়াচক২ নম্বর ব্লকের উপর দিয়ে গঙ্গা নদী বিপদসীমার ওপরে বইছে।

Related Articles

Back to top button
error: