দেশ

কর্নাটকে নতুন মন্ত্রীসভায় ফাটল! একাধিক মন্ত্রীর ইস্তাফার ইচ্ছাপ্রকাশ

টিডিএন বাংলা ডেস্ক : কর্নাটকে সদ্যগঠিত মন্ত্রীসভা। আর এরই মধ্যে দফতর নিয়ে ক্ষোভ। যার জেরে ইস্তফা দেবার ইচ্ছা প্রকাশ করলেন দুই মন্ত্রী। দলীয় সূত্রে খবর, রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই দুই বিক্ষুব্ধ মন্ত্রী আনন্দ সিং এবং এম টি বি নাগরাজের সঙ্গে কথা বলে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন।

রাজ্যের নতুন মন্ত্রীসভায় আনন্দ সিংকে দেওয়া হয়েছে পর্যটন দফতর এবং এম টি বি নাগরাজকে দেওয়া হয়েছে পুর দফতর। কিন্তু তাতে দুই মন্ত্রী খুশি নন। বিজেপি সূত্রের খবর, ইতিমধ্যেই আনন্দ সিং মুখ্যমন্ত্রী বোম্মাইয়ের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। অন্যদিকে নাগরাজ জানিয়েছেন, পছন্দমত দফতর না পেলে তিনি মন্ত্রী থাকবেন না। তবে এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই মুখ খুলতে নারাজ। তিনি জানিয়েছেন, আনন্দ সিং তাঁর তিন দশকের পুরোনো বন্ধু এবং নাগরাজের বিষয়টিও কোনো ইস্যু নেই। কারণ ইতিমধ্যেই নাগরাজের সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি আরও জানান, আরও বিস্তারিত আলোচনা হবে।

আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানান, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে এখনও পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এই দুই মন্ত্রী ছাড়াও রাজ্যের আরও কয়েকজন মন্ত্রী তাঁদের দফতর নিয়ে ক্ষুব্ধ। সূত্রের খবর, প্রাক্তন মন্ত্রী সি পি যোগেশ্বর দিল্লিতে গিয়ে মন্ত্রীত্ব পেতে তদ্বির করছেন। প্রাক্তন মন্ত্রী রমেশ জারকিহোলিও একই দাবিতে দিল্লিতে। মন্ত্রিত্ব চেয়ে দিল্লিতে দরবার করতে পৌঁছেছেন প্রাক্তন মন্ত্রী এবং বি এস ইয়েদুরিয়াপ্পা ঘনিষ্ঠ এম পি রেণুকাচার্য।

Related Articles

Back to top button
error: