HighlightNewsদেশ

শংসাপত্র নেওয়ার সময় বিজয়ী প্রার্থীর সঙ্গে দুজনের বেশি থাকতে পারবে না, জানিয়ে দিল কমিশন

টিডিএন বাংলা ডেস্ক: ভোট গণনা কেন্দ্রে ফলাফল ঘোষণা হওয়ার পর রিটার্নিং অফিসারের কাছ থেকে শংসাপত্র নেওয়ার সময় বিজয়ী প্রার্থী বা তার মনোনীত কোনো ব্যক্তির সঙ্গে সর্বাধিক দুজন থাকতে পারবেন।এর বেশি সংখ্যক মানুষকে গণনা কেন্দ্রে ঢোকার অনুমতি দেওয়া হবে না বলে মঙ্গলবার জানিয়ে দিল মুখ্য নির্বাচন কমিশন। সারাদেশে বিগত দু-তিন সপ্তাহে করোনার ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর হার পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সহজ চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের ভোট গণনার ফলাফল ঘোষণা হবে আগামী ২ মে। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই ভোট প্রচার চলাকালীন ব্যাপকহারে বৃদ্ধি পাওয়া সংক্রমণ প্রশ্নের মুখে ফেলে দিয়েছে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে। তাই এবার ভোটের ফলাফলকে কেন্দ্র করে নতুন করে যাতে করোনার সংক্রমণ বৃদ্ধি না পায় তার জন্য ভোটের ফলাফলের দিন এবং তার পরেও কোনরকম বিজয় মিছিল বা সভা-সমাবেশ করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

Related Articles

Back to top button
error: