টিডিএন বাংলা ডেস্ক: করোনা সংক্রমণের সংকটজনক পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে সাহায্যের আবেদন করেছিল ভারত। সেই আবেদনে সাড়া দিয়ে আমেরিকার পর এবার ভারতে ভেন্টিলেটর, অক্সিজেন কনসেনট্রেটর পাঠাল ব্রিটেন। ফ্রান্সও সাহায্য পাঠাতে চলেছে বলে জানা গেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ব্রিটেন থেকে প্রয়োজনীয় ওষুধ ভারতে এসেছে। এ ছাড়া ১০০টি ভেন্টিলেটর ও ৯৫টি অক্সিজেন কনসেনট্রেটরও পাঠিয়েছে তারা। এই সাহায্যের জন্য ব্রিটেনকে ধন্যবাদ জানিয়েছে ভারত।
অপরদিকে, ফ্রান্সের তরফ থেকে ভারতকে এই মুহূর্তে আটটি অক্সিজেন জেনারেটর দিয়ে সাহায্য করার কথা ঘোষণা করা হয়েছে। ওই জেনারেটর গুলির মাধ্যমে হাসপাতালে অক্সিজেন তৈরি করা সম্ভব হবে। খুব শীঘ্রই সেগুলি ভারতে পাঠাতে চলেছে ফ্রান্স।