HighlightNewsদেশ

ওদের (বিজেপির) নজর আমাদের সমস্ত মসজিদের দিকে; জ্ঞানবাপী মসজিদ প্রসঙ্গে মন্তব্য মেহবুবা মুফতির

টিডিএন বাংলা ডেস্ক: জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির সভাপতি মেহবুবা মুফতি সোমবার জ্ঞানবাপী মসজিদের জরিপ প্রসঙ্গে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের তীব্র নিন্দা করে জানিয়েছেন,”ওদের (বিজেপির) নজর আমাদের সমস্ত মসজিদের দিকে।”একটি সাংবাদিক সম্মেলনে এদিন মেহবুবা মুফতি বলেন,”ওরা (বিজেপি) সব মসজিদের পেছনে পড়ে গেছে। এখন ওরা জ্ঞানবাপী মসজিদের পেছনে পড়েছে। আমরা যেখানেই উপাসনা করি সেখানেই আমাদের ঈশ্বর; আপনারা যে সমস্ত মসজিদের দিকে নজর দিচ্ছেন আমাদের তার একটা তালিকা দিন…”তিনি আরো বলেন,”ওরা যখন সবকিছু নিয়ে নেবে, তখন কি সব ঠিক হয়ে যাবে?”
এদিকে, আজই বারানসি কাশি বিশ্বনাথ মন্দির-জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সে আদালতের নির্দেশে চলা ভিডিওগ্রাফি সমীক্ষা শেষ হয়েছে। এরপর এদিনই জরিপ শেষে আদালত নির্দেশিত ভিডিওগ্রাফির টিমের একজন সদস্য হিন্দু পক্ষের আইনজীবী সোহনলাল আর্য দাবি করেন যে, কমিটি মসজিদ চত্বরে শিবলিঙ্গ খুঁজে পেয়েছে। তিনি আদালতে বলেন, এ সম্পর্কে ‘নির্ধারিত প্রমাণ’ তাঁরা পেয়েছেন। এরপর জ্ঞানবাপী মসজিদের ওই নির্দিষ্ট অংশটি সিল করে দেওয়ার নির্দেশ দেয় আদালত।
অন্যদিকে, জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সের সমীক্ষায় স্থগিতাদেশ চেয়ে করা আবেদনের আগামীকাল শীর্ষ আদালতে শুনানি হতে চলেছে। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ আগামীকাল অর্থাৎ ১৭ মে আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির আবেদনের শুনানি করবে।

Related Articles

Back to top button
error: