টিডিএন বাংলা ডেস্ক: নুপুর শর্মার মন্তব্য ইস্যুতে আন্দোলন ও তার পরবর্তীতে কয়েকটি জায়গায় হিংসা নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনোরকমেই এসব বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। এক ট্যুইট বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে । এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়- কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?” উল্লেখ্য, এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা অবরোধ না করতে হাত জোড় করে অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু তারপরেও শুক্রবার হাওড়ার বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত অশান্তির সৃষ্টি হয়। ঠিক তারপরেই এবার হিংসা রুখতে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।