HighlightNewsদেশ

“ওরা আমাদের বেআইনি বলেছে, কিভাবে সম্ভব?”১৮ মাস ধরে ডিটেনশন ক্যাম্পে বন্দি থাকার পর অবশেষে ভারতীয় নাগরিকের স্বীকৃতি পেল পরিবার

টিডিএন বাংলা ডেস্ক: এক মাস, দুমাস নয় “অবৈধ বিদেশি” হিসেবে টানা ১৮ মাস ধরে অসমের ডিটেনশন ক্যাম্পে বন্দি থাকার পর অবশেষে ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি পেল এক মুসলিম পরিবার। নতুন বছর ৩৪ বছর বয়সেই মোহাম্মদ নূর হুসেন ও তাঁর পরিবারের জীবনে নিয়ে এলো স্বাধীনতা এবং নাগরিকত্বের অধিকার। একটি সর্বভারতীয় সংবাদপত্র “দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস”-এর প্রকাশিত খবর অনুযায়ী, ৩৪ বছর বয়সি মোহাম্মদ নূর হুসেন, স্ত্রী সাহেরা বেগম (২৬) ও তাদের দুই নাবালক সন্তানকে ফরেইনার্স ট্রাইবুনালে পুনরায় বিচারে ভারতীয় হিসেবে ঘোষণা করা হয়েছে।

মুক্তি পাওয়ার পর সর্বভারতীয় ওই সংবাদমাধ্যম “দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস”-কে দেওয়া এক সাক্ষাৎকারে গুয়াহাটির রিকশাচালক হুসেন জানিয়েছেন, ভারতীয় হিসেবে তিনি গর্বিত। তিনি এবং তার পরিবার আসামেই থাকেন। তিনি বলেছেন,”ওরা আমাদের অন্যায়ভাবে বাংলাদেশি বলে অভিযোগ করেছে এবং বলেছে আমরা অবৈধভাবে বর্ডার পার করে এসেছি। কিভাবে সম্ভব? আমি এখানেই জন্মেছি।”

মোহাম্মদ নূর হুসেন এবং তাঁর পরিবার আসামের উদালগুরি জেলার লডং গ্রামের বাসিন্দা। “দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস”-এ প্রকাশিত প্রতিবেদনটি অনুযায়ী, হুসেনের দাদু দিদার নাম ১৯৫১ সালের এনআরসির তালিকা থাকলেও তাঁর বাবার নামের সাথে তাঁর দাদু দিদার নাম ১৯৬৫ সালের ভোটার তালিকায় নথিভূক্ত ছিল। সাহেরা বেগমের বাবার নামও সালের এনআরসির তালিকায় এবং ১৯৫৬ সালের ভোটার তালিকায় নথিভূক্ত ছিল। পাশাপাশি তাদের পরিবারের জমির দলিল নথিভূক্ত হয়েছিল ১৯৫৮-৫৯ সালে। আসামে ভারতীয় নাগরিককে চিহ্নিত করার অন্তিম তারিখ নির্দিষ্ট করা হয়েছিল ২৪ মার্চ, ১৯৭১। এই সমস্ত নথি থাকা সত্বেও ২০১৯ সালের জুন মাস থেকে ডিটেনশন ক্যাম্পে বন্দি ছিলেন মোহাম্মদ নূর হুসেন এবং তাঁর স্ত্রী। তাঁদের দুই সন্তানের দেখাশুনা করার মতন কোন ব্যক্তি না থাকায় অসহায় অবস্থায় দুই সন্তানকে নিয়েই ডিটেনশন ক্যাম্পে থাকতে বাধ্য হন তাঁরা। ফরেনার্স ট্রাইব্যুনালে তাদেরকে বিদেশি ঘোষণা করার পর সেই রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনার জন্য তারা গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হন। এরপর ৯ অক্টোবর ফরেনার্স ট্রাইব্যুনালকে এই মামলার পুনর্বিবেচনা করার আদেশ দেয় হাইকোর্ট। এরপর ১৬ ডিসেম্বর ওই দম্পতি জামিনে মুক্তি পাওয়ার কয়েক সপ্তাহ পরেই ফরেনার্স ট্রাইবুনাল মোহাম্মদ নূর হুসেনকে ভারতীয় নাগরিক হিসেবে ঘোষণা করে এবং বুধবার তাঁর স্ত্রী সাহেরা বেগমকেও ভারতীয় হিসেবে ঘোষণা করে ফরেনার্স ট্রাইবুনাল।

Related Articles

Back to top button
error: