অব্যাহত আন্দোলন, সোমবার কৃষকদের সাথে বৈঠক কেন্দ্রের, ব্যর্থ হলে ট্রাক্টর মিছিল, শপিংমল পেট্রোল পাম্প বন্ধের হুঁশিয়ারি

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে অব্যাহত কৃষক আন্দোলন। ষষ্ঠ দফাতে সমাধান না হওয়ায় ফের সপ্তম দফায় আগামী ৪ জানুয়ারি সোমবার কৃষকদের সাথে বৈঠক বসবে কেন্দ্র। আর এবারের বৈঠক ব্যর্থ হলে ট্রাক্টর মিছিলের পাশাপাশি শপিংমল ও পেট্রোল পাম্প বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা। ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা যশবীর সিং
জানিয়েছেন, কেন্দ্র কৃষকদের হালকা ভাবে নিচ্ছে। ওরা শাহীনবাগের প্রতিবাদীদের ছত্রভঙ্গ করতে সক্ষম হয়েছেন। এখন ভেবেছে আমাদের সঙ্গেও একই কৌশল নেবে। কিন্তু, সেই দিন কখনও আসবে না। ৪ জানুয়ারি সরকার যদি কোনও সিদ্ধান্ত না নেয়, সে ক্ষেত্রে কৃষকদের সিদ্ধান্ত নিতে হবে বলেও জানিয়ে দেন তিনি।