HighlightNewsদেশ

হিন্দুরা কখনোই ভারতবিরোধী হতে পারে না,দেশপ্রেম তাদের মূল চরিত্র”; গান্ধীজীর একটি মন্তব্যের সূত্র ধরে এমনটাই জানালেন আরএসএস প্রধান মোহন ভাগবত

টিডিএন বাংলা ডেস্ক: যদি কেউ হিন্দু হন তাহলে তিনি অবশ্যই দেশপ্রেমিক হবেন। শুক্রবার জেকে বাজাজ এবং এমডি শ্রীনিবাসের লেখা “মেকিং অফ দ্য হিন্দু প্যাট্রিয়ট: ব্যাকগ্রাউন্ড অফ গান্ধীজীস্ হিন্দ স্বরাজ” বইটিরপ্রকাশনী অনুষ্ঠানে এসে ভাষণ দিতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। ‘তাঁর ধর্মের থেকেই তাঁর দেশপ্রেমের উদ্ভব’ মহাত্মা গান্ধীর এই মন্তব্যের সূত্র ধরে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন হিন্দুরা কখনোই ভারতবিরোধী হতে পারে না,দেশপ্রেম তাদের মূল চরিত্র এবং প্রকৃতি।

এই বই প্রকাশনা অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় নিজের অবস্থান স্পষ্ট করে মোহন ভাগবত বলেন, এটা ভাবার কোন প্রয়োজন নেই যে সংঘ “গান্ধীজিকে উপযুক্ত করে তোলার চেষ্টা করছে, তাঁর মতন ব্যক্তিত্বকে কেউই উপযুক্ত করে তুলতে পারে না।”এরপর জেকে বাজাজ এবং এমডি শ্রীনিবাসের লেখা বইটিকে গান্ধীজীর বিষয়ে একটি খাঁটি গবেষণামূলক দলিল হিসেবে ব্যাখ্যা করে মোহন ভাগবত বলেন, গান্ধীজী বলেছিলেন যে তাঁর জন্য তাঁর ধর্ম এবং দেশপ্রেম আলাদা নয়, কারণ তার মাতৃভূমির প্রতি ভালোবাসা তাঁর আধ্যাত্মিকতা থেকে উদ্ভূত।

এ প্রসঙ্গে ধর্ম শুধুমাত্র ধর্ম নয় ধর্মের অর্থ আরো প্রশস্ত এমনটাই মন্তব্য করে ভাগবত আরো বলেন,”গান্ধীজী বলেছিলেন যে তাঁর দেশপ্রেম তাঁর ধর্ম থেকেই উদ্ভূত।” তিনি আরো যোগ করেন,”যদি কেউ হিন্দু হন, তবে তাঁকে দেশপ্রেমিক হতে হবে। সেটাই হবে তাঁর মূল চরিত্র এবং স্বভাব। অনেক সময় আপনাকে তার দেশপ্রেম জাগ্রত করতে হতে পারে তবে তিনি(হিন্দু) কখনোই ভারতবিরোধী হতে পারেন না। তবে আমাদের এই বিষয়টি জানতে হবে যে, যদি কেউ তার দেশকে ভালোবাসে তার মানে শুধু জমি নয়, তার মানে সেখানকার মানুষ, নদী, সংস্কৃতি, পরম্পরা এবং সব কিছুকে বোঝায়।”

শুধু তাই নয়, হিন্দুত্ব ঐক্যের অস্তিত্বে বিশ্বাস করে জানিয়ে মোহন ভাগবত আরো বলেন, “পার্থক্যের অর্থ ও বিচ্ছিন্নতাবাদ নয় এবং গান্ধীজী পরামর্শ দিয়েছেন যে হিন্দুত্ব সকল ধর্মের ধর্ম।”

 

 

 

 

Related Articles

Back to top button
error: