HighlightNewsরাজ্য

তৃতীয় বা চতুর্থ শ্রেণির কর্মীদের থেকেও পার্শ্ব শিক্ষকদের বেতন কম! বিস্মিত হয়ে কারণ জানতে চাইল কোর্ট

টিডিএন বাংলা ডেস্ক: স্কুলে শিক্ষকতা কাজের সঙ্গে যুক্ত পার্শ্ব শিক্ষকদের বেতন স্কুলের তৃতীয় বা চতুর্থ শ্রেণির কর্মীদের থেকেও কম কেন? বিস্মিত হয়ে প্রশ্ন তুলে কারণ জানতে চাইল কলকাতা হাইকোর্ট। এই নিয়ে রাজ্য সরকারকে হলফনামাও জমা দিতে বললেন বিচারপতি। পাশাপাশি হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু প্রশ্ন তোলেন, অন্য রাজ্যে কেন্দ্রের একইরকম অনুদান নিয়ে যদি পার্শ্ব শিক্ষকদের বেতন বেশি হয়, তাহলে এই রাজ্যে নয় কেন? পার্শ্ব শিক্ষকদের বেতন কম হওয়া সংক্রান্ত একটি মামলায় এই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার উভয়কেই বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতির। ১৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি বলে জানা গিয়েছে।

Related Articles

Back to top button
error: