Highlightসাহিত্যসাহিত্য ও সংস্কৃতি

কণ্ঠস্বর (শহীদ আনিস খান ভাইয়ের উদ্দেশ্যে এই কবিতাটি লেখা । )

কণ্ঠস্বর

তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
(শহীদ আনিস খান ভাইয়ের উদ্দেশ্যে এই কবিতাটি লেখা । )

তুমি ন্যায়ের পক্ষে বললে কথা
হতে পারো গুম,
আমি আনিস খান বলছি তাই
জনগণের ভাঙাও ঘুম ।

আমার মত একটা আনিস
আর যেন ছাদের নিচে পড়ে না থাকে,
সন্তান হারানোর কষ্টে যেন মা
কাঁদে না দিকে দিকে ।

তাই তুলতে হবে এমন আওয়াজ
কেঁপে উঠুক মসনদ থর থর,
ধামাচাপা দিয়ে কি বন্ধ করা যায়
হকপন্থীদের কণ্ঠস্বর !
======

Related Articles

Back to top button
error: