HighlightNewsরাজ্য

এবার সহায়ক মূল্যে ধান বিক্রিতে অনিয়মের অভিযোগ, তদন্তে খাদ্য দফতর

টিডিএন বাংলা ডেস্ক: এবার সহায়ক মূল্যে ধান বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠল গোটা রাজ্য জুড়ে। অভিযোগ পেয়ে দ্রুত তদন্তে নামল রাজ্য খাদ্য দফতর। দীর্ঘদিন থেকেই অভিযোগ উঠেছিল চাষিরা কষ্ট করে চাষ করলেও সঠিক দাম পান না তারা। তার পরিবর্তে আসলে লাভবান হন মধ্যসত্ত্ব ভোগী শ্রেণী। এই সমস্যার সমাধান করতে সহায়ক মূল্যে ধান কেনার সিদ্ধান্ত নেয় মমতার সরকার। এখানেও যাতে কোনো ভাবেই অনিয়ম না হয় তা নিশ্চিত করতে বেশ কিছু পদ্ধতি চালু করেছিল খাদ্য দফতর। কিন্তু তার পরেও বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি ও হাওড়া জেলা সহ বিভিন্ন জেলায় ব্যাপক অনিয়ম হচ্ছে বলে অভিযোগ ওঠে। এরপরই উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্ত করার নির্দেশ দেয় রাজ্য খাদ্য দফতর।

আধিকারিকেরা জানতে পারেন চাষিদের ‘জ়িরো ব্যালান্স অ্যাকাউন্ট’ খুলিয়ে ব্যবসায়ীরা তার মাধ্যমে টাকা তুলে নিয়েছেন। সম্প্রতি হঠাৎ সহায়ক মূল্যে ধান বিক্রি বেড়ে যাওয়ায় আধিকারিকদের সন্দেহ হয়। সংশ্লিষ্ট ব্যাঙ্কের সঙ্গে কথা বলে সন্দেহজনক অনেক অ্যাকাউন্টে লেনদেন সাময়িক ভাবে বন্ধ করা হয়। এই প্রসঙ্গে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, “উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্ত করতে বলা হয়েছে। রিপোর্ট পেলে বিশদে বলা যাবে।”

Related Articles

Back to top button
error: