টিডিএন বাংলা ডেস্ক : বাংলায় নির্বাচনী প্রচারে বেশকিছু কর্মসূচির প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে তৃতীয় বার ক্ষমতায় এসে, সরকার গড়ার পরই সেইসব কর্মসূচি গুলিকে বাস্তব রূপ দেওয়ার তোড়জোড় শুরু। ১ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে মহিলাদের জন্য লক্ষীর ভাণ্ডার প্রকল্প। ১৬ আগস্ট থেকে দুয়ারে সরকারের শিবিরের মাধ্যমে এই সুবিধা পাওয়ার জন্য আবেদন করা যাবে। কৃষক বন্ধু প্রকল্প, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, লক্ষীর ভাণ্ডার প্রভৃতি প্রকল্পগুলির ট্যাবলো এবার দেখা যাবে রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে।
নবান্ন সূত্রে খবর, করোনা পরিস্থিতির জন্য এবার স্বাধীনতা দিবস পালনের অনুষ্ঠান সংক্ষিপ্ত হবে। স্কুল কলেজের ছাত্র ছাত্রী, এনসিসি ক্যাডেট, ব্রতচারী সংগঠনসহ বিভিন্ন সংস্থা ও ক্লাবের প্রতিনিধিরা এবারের কুচকাওয়াজে থাকছেন না। দর্শক আসনেও তারা হাজির থাকতে পারবেন না। মুখ্যমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করবেন। খসড়া অনুষ্ঠানসূচি অনুযায়ী মুখ্যমন্ত্রী পুলিশ মেডেল তুলে দেবেন মঞ্চ থেকেই। চিরাচরিত রীতি মেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিবাদন জানানো হবে রাজ্য ও কলকাতা পুলিশের তরফে। এরপরই হবে ট্যাবলেট প্রদর্শন।
৪০ মিনিটের অনুষ্ঠানে ১০ টি মাত্র ট্যাবলো প্রদর্শিত হবে। এরমধ্যে ৭টি ট্যাবলো জুড়ে রাজ্য সরকারের নেওয়া নানা কর্মসূচি থাকবে। সেই তালিকায় রয়েছে লক্ষীর ভাণ্ডার, কৃষক বন্ধু, দুয়ারে সরকার, দুয়ারে রেশন, খেলা দিবস, জলস্বপ্ন ইত্যাদি। এর পাশাপাশি প্রতিবারের মতোই নেতাজি একতা ও সম্প্রীতি এবং কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ থেকে সেভ লাইভ সেফ ড্রাইভ ট্যাবলো থাকবে। যার নকশা ইতিমধ্যে অনুমোদন করেছেন খোদ মুখ্যমন্ত্রী। কুচকাওয়াজের শেষে থাকবে বাউল গান।