HighlightNewsরাজ্য

এবার রাজ্যের সমবায় ব্যাঙ্কের নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে হাই কোর্টে জনস্বার্থ মামলা বিজেপি নেতার

টিডিএন বাংলা ডেস্ক: রাজ্যে বার বার বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠতে থাকায় অস্বস্তিতে পড়েছে রাজ্যের তৃণমূল সরকার। কলকাতা হাই কোর্টে চলছে বহু মামলা। এরই মধ্যে আবার রাজ্যের নিয়ন্ত্রণে থাকা সমবায় ব্যাঙ্কের নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ উঠলো। এই অভিযোগে এদিন মঙ্গলবার হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিজেপি নেতা আশিস মণ্ডল।

এদিন তাঁর পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে গ্রুপ-এ, বি এবং সি বিভাগে ১৩৪ জন কর্মীকে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি করা হয়েছে। এই নিয়োগের ক্ষেত্রে মানা হয়নি নিয়োগের আইনও। আশিসের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের দাবি, শুধু এই ব্যাঙ্কে নয়। রাজ্যের বিভিন্ন ব্যাঙ্কে এই ধরনের বেআইনি নিয়োগ করা হয়েছে। মামলাটি যায় হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। আগামী ২ আগস্ট মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা।

Related Articles

Back to top button
error: