রাজ্য

রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: বঙ্গোপসাগরে সৃষ্ট অতি গভীর নিম্নচাপ মঙ্গলবার অন্ধ্রপ্রদেশে স্থলভাগে ঢুকছে। এর ফলে সর্বোচ্চ ৭৫ থেকে ৮০ কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনা। এর প্রভাবে ওড়িশা-সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে প্রবল বর্ষণের পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস। এর জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা থাকছে। তবে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আদ্রতা জনিত অস্বস্তি থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারনেই এই অস্বস্তি চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনার কথাও শুনিয়েছে হাওয়া অফিস।

Related Articles

Back to top button
error: