রাজ্য

করোনা প্রতিষেধক পরীক্ষায় ফের ধাক্কা

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: করোনা প্রতিরোধক টিকা গবেষনায় ধাক্কা খেল মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা জনসন অ্যান্ড জনসন। জ্যানসেন টিকা নেওয়ার পর এক স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়ায় পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। আমেরিকার স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট সূত্রে খবর, পরীক্ষায় কি ধরনের অসুস্থতা দেখা গিয়েছে তার বিস্তারিত জানায়নি জনসন অ্যান্ড জনসন।

জনসন অ্যান্ড জনসনের করোনা প্রতিরোধক ‘জ্যানসেন’ টিকা নিয়ে গবেষণা চলছে। টিকা নেওয়ার পর একজন স্বেচ্ছাসেবকের অসুস্থতা দেখা দেওয়ায় জনসন অ্যান্ড জনসনের টিকা পরীক্ষা বন্ধ করা হয়েছে। মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের চূড়ান্ত ধাপের করোনার টিকা পরীক্ষা বন্ধ করা হয়েছে। কারণ, তাদের পরীক্ষামূলক টিকাটি নেওয়ার পর একজনের অসুস্থতা লক্ষ্য করা গেছে।জনসন অ্যান্ড জনসনের এক বিবৃতিতে বলা হয়েছে, সংস্থার গাইডলাইন অনুসরণ করে স্বেচ্ছাসেবকের অসুস্থতার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এটি মূল্যায়ন করছে স্বতন্ত্র ডেটা সেফটি মনিটরিং বোর্ড । এ ছাড়া নিজস্ব চিকিৎসকেরাও এ তথ্য মূল্যায়ন করবেন। আমেরিকার স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট স্ট্যাটনিউজের প্রতিবেদন অনুযায়ী, বড় ধরনের ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে অসুস্থতা ও দুর্ঘটনার মতো গুরুতর অসুস্থতা হতেই পারে।জনসন অ্যান্ড জনসনের ‘জ্যানসেন’ টিকা নেওয়ার পর কী ধরনের অসুস্থতা দেখা গেছে, তা বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি। এ গবেষণার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে টিকার কোনো মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া থাকলে তা খুঁজে দেখা। পরীক্ষার সময় যদি চিকিৎসকেরা দেখেন অসুস্থতা টিকা–সম্পর্কিত, তবে পরীক্ষা বন্ধ করে দেন।

Related Articles

Back to top button
error: