দেশ

যে সব ক্লাব করোনা সচেতনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাদের জন্য বিশেষ সম্মানের ঘোষণা ফিরহাদের

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: যে সব ক্লাব করোনা সচেতনতায় গুরুত্বপপূর্ণ ভূমিকা পালন করবে তাদের বিশেষ ভাবে দেখা হবে। কলকাতাশ্রী শারদ সম্মানের ঘোষনা অনুষ্ঠানে জানালেন কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম। তিনি বলেন, মানুষের জন্য উৎসব, উৎসবের জন্য মানুষ নয়। মানুষকে বাঁচিয়ে সুরক্ষা বিধি মেনে চলছে কিনা সেটাই দেখবো এই কলকাতাশ্রীতে। ফিরহাদ হাকিম আরও বলেন, কত লক্ষ মানুষ এল বা কত বাজেটের কত বড় মন্ডপ হল তা দেখা হবে না।

এদিন দুর্গা পুজো উপলক্ষে কলকাতাশ্রী উদ্বোধন করেন প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। তিনি বলেন, আট মাস ধরে কোভিডের সঙ্গে লড়াই করছে কলকাতা পৌরনিগম। কোভিড পরিস্থিতি তে এই বছর পুজো মন্ডপে এক সঙ্গে ভীড় করা যাবে না। সামাজিক দূরত্ব মেনে পুজো দেখতে হবে। পাশাপাশি পুজো মন্ডপ গুলিকে করোনা পরিস্থিতি মোকাবেলায় বিশেষ নজর দিতে বলা হয়েছে। করোনা পরিস্থিতি তে ২০১১ সাল থেকে শুরু হয়েছে কলকাতাশ্রী প্রতিযোগিতা। সিইএসই সহযোগিতা কলকাতাশ্রী অনুষ্ঠান করা হয়। সমাজ কল্যাণ বিষয় ,সাংঠনিক পুজো, দর্শকের চোখে সেরা পুজো ছাড়া ও বেশ কয়েকটি আইটেম রাখা হয়েছে। অনলাইনে আবেদন করা যাবে।

Related Articles

Back to top button
error: