রাজ্য
প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার মল্লারপুরে
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, বীরভূম: এক প্রেমিক যুগলের গলায় দড়িতে ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হল বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত তালোয়া গ্রামে। মৃতেরা হলেন শুভ বাউরি(১৮) ও সুমিত্রা বায়েন(১৭)। গ্রামের পাশে তাদের ঝুলন্ত দেহ উদ্ধার হয় মঙ্গলবার সকালে। বিশেষ সুত্রে জানা গেছে বেশকয়েক বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক ছিল কিন্তু পরিবারের লোকজন তা মানার জন্য তারা একসাথে আত্মঘাতী হয়েছেন বলে মনে করছেন গ্রামের অনেকে। যদিও এ ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চাননি উভয় বাড়ির পরিবারের লোকজন।ঘটনার তদন্তে মল্লারপুর থানার পুলিশ,দেহগুলি ময়নাতদন্তের পর সঠিক কারন জানা যাবে।