দেশ

বিহার নির্বাচনের আগে ১৫ জন সদস্যকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করল জেডিইউ

টিডিএন বাংলা ডেস্ক: বিহার নির্বাচনের ঠিক এনডিএর দুটি দলই শৃঙ্খলার দিক থেকে কঠোর হয়ে উঠেছে। বিহার নির্বাচনে এলজেপির প্রবেশের পরে, অনেক নেতারাই প্রথমে টিকিট কেটেছিলেন কিন্তু পরে তারা এলজেপিতে ফিরে গিয়েছেন। এই পরিস্থিতিতে আগেই ৯ জন নেতাকে বহিষ্কার করেছে বিজেপি, এবার ১৫ জন নেতাকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করল জেডিইউ।

জেডিইউএর যে ১৫ জন দলীয় সদস্যকে বহিষ্কার করা হয়েছে তাঁরা হলেন,প্রাক্তন মন্ত্রী ভগবান সিং কুশওয়াহা, প্রাক্তন মন্ত্রী রামেশ্বর পাসওয়ান, বর্তমান বিধায়ক দাদন সিং যাদব, প্রাক্তন বিধায়ক ডঃ রণভিজয় সিং, প্রাক্তন বিধায়ক সুমিত সিং, কাঞ্চন কুমারী গুপ্ত, প্রমোদ সিং চন্দ্রবংশী, অরুণ কুমার, তজমুজাল খা, অমরেশ চৌধুরী, শিবশঙ্কর চৌধারি, সিন্ধু পাসওয়ান, কর্তার সিং যাদব, ডাঃ রকেশ রঞ্জন, এবং মুঙ্গেরী পাসওয়ান।

এর বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছিল,রামেশ্বর চৌরাসিয়া, রাজেন্দ্র সিং, ডাঃ উষা বিদ্যার্থী, বিধায়ক রবীন্দ্র যাদব, অনিল কুমার, শ্বেতা সিং, ইন্দু কাশ্যপ, অজয় ​​প্রতাপ এবং মৃণাল শেখরকে।

Related Articles

Back to top button
error: