আগামী বছরে শুরুতেই একাধিক করোনা ভ্যাকসিন আনবে ভারত; প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন
টিডিএন বাংলা ডেস্ক: আগামী বছরের শুরুতেই ভারতে একাধিক করোনা ভ্যাকসিন আসতে চলেছে। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের বৈঠকে এবিষয়ে প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন। তিনি এদিন বলেন,”আমরা আশা করছি, আগামী বছরের শুরুতেই একাধিক করোনা-প্রতিষেধক পাওয়া যাবে। আমাদের বিশেষজ্ঞ গোষ্ঠীগুলি ইতিমধ্যেই টিকার উৎপাদন এবং বণ্টন প্রক্রিয়া নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে।”
এর পাশাপাশি বারোটার মতি বিশাল জনসংখ্যার দেশে একটি ভ্যাকসিনের ওপর ভরসা করে থাকা সম্ভব নয় বলে জানিয়ে তিনি বলেন,”ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশে একটি নির্দিষ্ট সংস্থার টিকার উপর ভরসা করে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। তাই আমরা বেশ কয়েকটি কোভিড-১৯ প্রতিষেধক ব্যবহারের পথ খোলা রাখছি।”
প্রসঙ্গত, এই মুহূর্তে বিশ্বে ৩৮ টি করোনা ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল চলছে। ৯৩ টি করোনা ভ্যাকসিনের প্রক ক্লিনিকাল ট্রায়াল চলছে। ভারতে করোনা ভ্যাকসিন প্রস্তুত করতে ভারত বায়োটেক, সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, জাইডাস ক্যাডিলা, প্যানাসিয়া বায়োটেক, ইন্ডিয়ান ইমিউনোলজিক্যালস, মাইনভ্যাক্স অ্যান্ড বায়োলজিক্যাল-ই-র মতো সংস্থা গুলি কাজ করছে।এর আগে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছিলেন প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী জুলাই মাসের মধ্যে প্রায় ২০ থেকে ২৫ কোটি ভারতের টিকাকরণ করা হবে। তার জন্য ৪০-৫০ কোটি ভ্যাকসিন প্রয়োজন।