২৬ নভেম্বর ধর্মঘট সফল করতে বাম-কংগ্রেসের সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে যৌথ কর্মসূচি ওয়েলফেয়ার পার্টির

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের ডাকে আগামী ২৬ শে নভেম্বরের সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে বাম কংগ্রেসের সাথে একাধিক যৌথ কর্মসূচি গ্রহণ করলো ওয়েলফেয়ার পার্টি। বুধবার কোচবিহার জেলার দিনহাটায় ফ্র্যাটারনিটি মুভমেন্ট, এসএফআই, যুব কংগ্রেস সহ অন্যান্য ছাত্র-যুব সংগঠনের যৌথ সভায় সামিল হয়ে বক্তব্য রাখেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য আবু তাহের আনসারী। পাশাপাশি ওয়েলফেয়ার পার্টি ও বাম-কংগ্রেস ট্রেড ইউনিয়ন সমূহের ডাকে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক বিডিও অফিসে ডেপুটেশন প্রদান ও মহামছিল অনুষ্ঠিত হয়। সেখানে সামিল হন ওয়েলফেয়ার পার্টির মহকুমা সভাপতি আমিনুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।