আজ আমেঠিতে প্রচারে প্রিয়াঙ্কা

টিডিএন বাংলা ডেস্ক : রাহুল গান্ধির হেরে যাওয়া আমেথির আস্থা উদ্ধারে মাঠে নামছেন সোনিয়া কন্যা। সভা করবেন আমেথিতে। প্রচার সারবেন জগদীশপুর, গৌরীগঞ্জ, নাসিরাবাদে।

লোকসভা ভোটের আগে আমেথির হারানো সমর্থন ফিরিয়ে আনাই যেমন প্রিয়াঙ্কা গান্ধির লক্ষ্য। একইভাবে চলতি উত্তরপ্রদেশের ভোটে তাঁর টার্গেট মহিলা ভোটে ভাগ বসানো। উল্লেখ্য, ২০১৯ সালে আমেথি লোকসভা কেন্দ্রে স্মৃতি ইরানির কাছে হেরে গিয়েছেন রাহুল গান্ধি।

কংগ্রেস সমীক্ষায় দেখেছে, উত্তরপ্রদেশে বিজেপির প্রতি মহিলাদের সমর্থন এখনও অটুট রয়েছে। সেই সমর্থনের পাল্লা পাল্টাতেই মাঠে নেমেছেন প্রিয়াঙ্কা। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, কংগ্রেসের ‘কৌশল’ হল পরোক্ষে অখিলেশ যাদবকে সাহায্য করা। সাদা চোখে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি (সপা) কোনও জোট না করলেও অখিলেশ যাদব বিজেপির থেকে ক্ষমতা ছিনিয়ে নিক, এটাই চাইছে কংগ্রেস। তারই স্পষ্ট বার্তা দিতে অখিলেশ যাদবের বিরুদ্ধে কোনও প্রার্থী দেয়নি কংগ্রেস। বাকি প্রায় সর্বত্রই লড়ছে সোনিয়া গান্ধির দল।