HighlightNewsরাজ্য

কলকাতা পুরসভায় আজ বুস্টার ডোজ নয়

টিডিএন বাংলা ডেস্ক : সোমবার সকাল থেকে দেশজুড়ে শুরু বুস্টার ডোজ। যদিও কলকাতা পুরসভায় আজ দেওয়া হচ্ছে না বুস্টার ডোজ। কেন?

পুরসভার তরফে জানানো হয়েছে, এই সংক্রান্ত কোনও সরকারি নির্দেশিকা তাদের কাছে আসেনি। সেই কারণে সোমবার থেকে তারা প্রিকশন ডোজ দিচ্ছে না। রাজ্য সরকারের নির্দেশ দিলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে পুরসভা।

বুস্টার ডোজ কারা পাবেন? কী করতে হবে তৃতীয় টিকা পাওয়ার জন্য? কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এক্ষেত্রে অনলাইনে Co-WIN প্লাটফর্মে স্লট বুক করা যেতে পারে। কেন্দ্রের তরফে বলা হয়েছে,
১)স্বাস্থ্যপরিষেবার সঙ্গে যুক্ত, অর্থাৎ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা এই ডোজ পাবেন।
২)৬০-এর উপরে যাঁদের বয়স, তাঁদের মধ্যে কারও জটিল অসুখ থাকলে তিনিও বুস্টার ডোজ পাবেন।
৩)তৃতীয় ডোজটি নেওয়ার সময়ে চিকিৎসকের অনুমতিপত্র লাগবে না।
৪) দ্বিতীয় ডোজটি নেওয়ার ৯ মাস পরেই তৃতীয় ডোজ নেওয়া যাবে।
৫) প্রথম টিকা কোভিশিল্ডই নিলে তৃতীয় ডোজেও সেই আগের টিকাই নিতে হবে।
৬) Co-Win-এ আবার রেজিস্ট্রেশন করাতে হবে না। শুধু স্লট বুক করা যাবে।
৭) ভোটার কার্ড, আধার, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের মতো কোনও একটি পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
৮)সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যাবে এই তৃতীয় ডোজ।

বড়দিনে বড় ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। ৩ তারিখ থেকে শুরু হয়েছে ১৫-১৮ দের ভ্যাকসিনেশন। এবার শুরু বুস্টার ডোজ।

Related Articles

Back to top button
error: