রাজ্য

সারদা কেলেঙ্কারি মামলায় শুভেন্দু অধিকারী কে গ্রেফতারের দাবি তৃণমূল কংগ্রেসের

টিডিএন বাংলা ডেস্ক: তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুনাল ঘোষ এক ট‍্যুইটার বার্তায় ভুয়ো অর্থলগ্নি সংস্থা ‘সারোদা’ কর্তা সুদীপ্ত সেনের একটি চিঠি দেখিয়ে দাবি করেন, বর্তমান বিজেপির বিধায়ক বাংলার বিরোধীদলীয় নেতা সুভেন্দু আধিকারি সারদা কেলেঙ্কারিতে জড়িত ছিলেন। তাই অবিলম্বে শুভেন্দু আধিকারিককে গ্রেফতার করা হোক।উল্লেখ্য যে ‘সারোদা’ প্রধান সুদীপ্ত সেন ডিসেম্বর মাসে জেলে বসে একটি চিঠি লেখেন সিবিআই, রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রী কাছে। সেখানে তিনি দাবি করেন শুভেন্দু অধিকারী ও তার ঘনিষ্ঠ রাখাল বেরা তার কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েছিলেন। এই চিঠি দেখিয়ে কুনাল ঘোষ গ্রেফতারের দাবি জানান। একইসঙ্গে তৃণমূল অভিযোগ করে, সুভেন্দু আধিকারি দিল্লিতে গিয়ে সলিসিডার জেনারেল তুষার মেহতার সঙ্গে তার বাসভবনে বৈঠক করেন। তুষার মেহতা হলেন বাংলার ‘সারোদা’ মামলার সিবিআই কৌঁশলী। তৃণমূল তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং তাকে অপসারণের দাবি জানিয়েছে। যদিও জানা গিয়েছে সুদীপ্ত সেন ওই চিঠিতে বিজেপি,তৃণমূল কংগ্রেস ও সিপিএম এর আরো অনেক নেতার বিরুদ্ধে অর্থ নেওয়ার অভিযোগ তুলেছেন।,

Related Articles

Back to top button
error: