নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: জঙ্গিপুর পুলিশ জেলার সমস্ত ব্লকে বঙ্গধ্বনি যাত্রার আয়োজন করলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার ফারাক্কা, সামসেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর সহ সাতটি ব্লকেই পদযাত্রায় সামিল হয়ে জনতার সামনে রাজ্যের উন্নয়নের প্রচার তুলে ধরেন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের চিত্র আমজনতার সামনে তুলে ধরতে বঙ্গধ্বনি যাত্রার আয়োজন করে তৃণমূল।
এদিন জঙ্গিপুরে বঙ্গধনী যাত্রায় সামিল হন রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন, জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর, জঙ্গিপুর পৌরসভার প্রশাসক মোজাহারুল ইসলাম, মুর্শিদাবাদ জেলা তৃণম মুখপাত্র গৌতম ঘোষ। পাশাপাশি সুতি বিধানসভায় হাজির ছিলেন প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা ঈমানী বিশ্বাস, ব্লক লতিফুর রহমান, পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বিবি, তৃণমূলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যদিকে রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্প জনসাধারণের কাছে তুলে ধরতে সামসেরগঞ্জে বঙ্গধ্বনি যাত্রার আয়োজন করলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার সামসেরগঞ্জের ডাকবাংলায় এই যাত্রায় কার্যত জনজোয়ার তৈরি হয়। পদযাত্রায় সামিল হয়ে জনতার সামনে রাজ্যের উন্নয়নের প্রচার তুলে ধরেন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। পদযাত্রা ও সমাবেশে হাজির ছিলেন সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ব্লক সভাপতি শহিদুল ইসলাম, ধূলিয়ান পুরসভার প্রশাসক সুবল সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। পাশাপাশি ফরাক্কা ব্লকে বঙ্গধনী যাত্রায় সামিল হন ফরাক্কা ব্লকের কো অর্ডিনেটর তথা যুব সভাপতি হাবিব পারভেজ, তৃণমূল নেতা লুৎফল হক, এজারত আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।