HighlightNewsদেশ

কৃষক আন্দোলন: দিল্লি-আগ্রা এবং দিল্লি-জয়পুর হাইওয়ে ও টোলপ্লাজা অবরোধের হুঁশিয়ারি কৃষকদের

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের নয়াকৃষি আইন প্রত্যাহারের দাবিতে আজ ১৭ দিন ধরে লাগাতার দিল্লির সীমান্তে বিক্ষোভ দেখিয়ে চলেছেন আন্দোলনরত কৃষক সংগঠনের সদস্যরা।ইতিমধ্যেই বেশ কয়েকবার কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসেছেন কৃষক সংগঠনের সদস্যরা যদিও কোনো সমাধান সূত্র না মেলায় এবার আন্দোলনের আরো বাড়িয়ে তুলতে দিল্লি-আগ্রা এবং দিল্লি-জয়পুর হাইওয়ে অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা। এছাড়া অবরোধ করা হবে বিভিন্ন টোলপ্লাজা গুলিও। রিলায়েন্স আউটলেটের সামনে বিক্ষোভ দেখানো হবে। আন্দোলনরত কৃষকদের সঙ্গ দিতে পাঞ্জাব থেকে আরও ৭০০ ট্রাক্টরে করে আসছেন নতুন কৃষকের দল।

এর আগে কৃষক সংগঠনের সদস্যরা জানিয়েছিলেন সরকার তাদের দাবি না মানলে রেললাইন অবরোধ করবেন এবং এর দিনক্ষণ খুব শীঘ্রই স্থির করা হবে বলেও জানান কৃষক আন্দোলনের নেতা বুটা সিংহ। শুধু তাই নয় সিঙ্গুর সীমান্তে আন্দোলনরত অপর এক কৃষক নেতা দাবি,”কেন্দ্র স্বীকার করেছে এই আইনগুলি ব্যবসায়ীদের জন্য তৈরি হয়েছে। কৃষি যদি রাজ্যের বিবেচনাধীন বিষয় হয় তাহলে কেন্দ্রের তার ওপর আইন তৈরির এক্তিয়ার নেই।”

Related Articles

Back to top button
error: