HighlightNewsদেশ

মূল্যবৃদ্ধি প্রতিবাদে দিল্লিতে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ তৃণমূলের

টিডিএন বাংলা ডেস্ক : নিত্য প্রয়োজনীয় পন্যের দাম আকাশ ছোঁয়া। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে দেশের জনতা। এবার সেই মূল্যবৃদ্ধির প্রতিবাদে সংসদ অধিবেশনের শেষ দিনে দিল্লিতে পার্লামেন্ট ভবনের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। এদিন এই বিক্ষোভে উপস্থিত ছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন, সুস্মিতা দেব, জহর সরকাররা। তারা প্রতীকী প্রতিবাদ হিসাবে গলায় আলু, পেঁয়াজ, কলার মালা পরে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে স্লোগান দেন।

এদিন বিক্ষোভ থেকে স্লোগান ওঠে, ‘ভুখমারি কি মোদী সরকার, হায় হায় হায় হায়।’ লোকসভা অধিবেশনে তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘যে জায়গায় বিষয়টা যাচ্ছে তাতে জিনিসের দামে ভারত পৃথিবীর এক নম্বর জায়গায় পৌঁছে যাবে। মানুষ অসহনীয় অবস্থার মধ্যে রয়েছে। তবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি কথাও বলছেন না।’

এদিন ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম এই অধিবেশনে লোকসভা ও রাজ্যসভায় মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা হবে। কিন্তু দুর্ভাগ্য, সরকার তা করতে দেয়নি।’ কেন্দ্রীয় সরকারের প্রতি অবিলম্বে মূল্যবৃদ্ধিতে লাগাম টানার আবেদন করেন তৃণমূলের সাংসদরা। অন্যদিকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেন, ‘পাঁচটা রাজ্যের নির্বাচনের পরেই রিটার্ন গিফ্ট হিসাবে মূল্যবৃদ্ধি দিয়েছে কেন্দ্রের সরকার। রান্নার গ্যাসের দাম এক লাফে ২৫০টাকা বাড়িয়েছে। টোল ট্যাক্সও বাড়িয়েছে এর মধ্যে। যার ফলে সবজির গাড়িকে বেশি টাকা গুনতে হচ্ছে। পলিটিক্যাল পার্টির লোককে রেড না করে কেন্দ্রীয় সংস্থাকে মূল্যবৃদ্ধি আটকাতে কাজে লাগানো উচিত কেন্দ্রর।’

Related Articles

Back to top button
error: