ভেজাল ওষুধে ছেয়েছে বাজার, ড্রাগ ল্যাবরেটরি তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

টিডিএন বাংলা ডেস্ক : সম্প্রতি পূর্ব মেদিনীপুরের কাঁথির সরকারি হাসপাতালে বাংলাদেশের ওষুধ দেওয়াকে কেন্দ্র করে সমালোচনার শিকার হয় প্রশাসন। যার ফলে নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। যদিও রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, ওখানে বাংলাদেশের ওষুধই দেওয়া হচ্ছে। অবৈধ ভাবে তা ওখানে গিয়েছে এমন নয়। বাজারে ভেজাল ওষুধের উপরে নিয়ন্ত্রণ আনতে রাজ্য সরকারের উদ্যোগে ড্রাগ ল্যাবরেটরি তৈরির ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘ভেজাল ওষুধ বিক্রি বেড়ে যাচ্ছে বাজারে। বিভিন্ন রকম খবর পাওয়া যাচ্ছে। এটা দিল্লির দেখার কথা, কিন্তু ওরা সেটা করছে না। তাই একটা ড্রাগ ল্যাবরেটরি করা হচ্ছে। ভেজাল ওষুধ বিক্রি বন্ধ করার জন্য দুটো সিদ্ধান্ত নিয়েছি।’