HighlightNewsআন্তর্জাতিক

পাকিস্তানে ডেপুটি স্পিকারের সিদ্ধান্ত ‘অবৈধ’, পার্লামেন্ট পুনর্বহাল সুপ্রিম কোর্টের

টিডিএন বাংলা ডেস্ক : পাকিস্তানের সুপ্রিম কোর্ট আজ বৃহস্পতিবার এক রায়ে ডেপুটি স্কিার কাসিম সুরি প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব খারিজ এবং সংসদ ভেঙে দেওয়ার যে রায় দিয়েছিলেন তা ‘অবৈধ’ আখ্যায়িত করেছে। এদিন ভেঙে দেয়া পার্লামেন্ট পুনর্বহালেরও নির্দেশ দিয়েছে পাকিস্তান সুপ্রিম কোর্ট। পাশাপাশি আগামী শনিবার ইমরান খানের ওপর আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি গ্রহণের নির্দেশও দিয়েছে আদালত। প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি বেঞ্চ সর্বসম্মতভাবে এই রায় দেয়। প্রধান বিচারপতির পাশাপাশি এই বেঞ্চে ছিলেন, ইজাজুল আহসান, মোহাম্মদ আলী মাজহার, মুনিব আখতার ও জামাল খান মান্দোখেল।

সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় পরিষদ আবার ডাকতে হবে। নির্দেশে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের মীমাংসা না হওয়া পর্যন্ত পার্লামেন্টের অধিবেশন স্থগিত হতে পারে না। আদেশে আরো বলা হয়, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সফল হলে পার্লামেন্ট নতুন একজন প্রধানমন্ত্রী নিয়োগ করবে।

গত ৩ এপ্রিল ডেপুটি স্পিকার কাসিম সুরি প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব বাতিল করে দেন। এরপর ইমরানের পরামর্শে রাষ্ট্রপতি পার্লামেন্টও ভেঙে দেন। এই প্রেক্ষাপটে প্রধান বিচারপতি সুয়ো মোটো হিসেবে বিষয়টি গ্রহণ করেন। সুরি অনাস্থা প্রস্তাবটি বাতিল করার সময় বলেছিলেন, এটি সংবিধানের সাথে সাংঘর্ষিক। বিরোধী জোট সংবিধান লঙ্ঘন করেছে।

পাকিস্তান মুসলিম লিগের নেতা (কায়েদে আজম গ্রুপ) মুনিস এলাহির দাবি, ইমরান খানের জনপ্রিয়তার ভয়ে নওয়াজ শরিফের দল নির্বাচনে অংশ নিতে চায় না। নির্বাচনে অংশ নেয়ার মতো অবস্থায় নেই নওয়াজ শরিফ। কারণ, জনগণ এখন ইমরান খানের দল পিটিআইকে সমর্থন করে। তিনি আরো বলেন, পাকিস্তানের সকল বিধাসভা (প্রাদেশিক ও কেন্দ্রীয় পার্লামেন্ট) ভেঙ্গে দিয়ে সাধারণ নির্বাচন দেয়া হলে সকলে শরিফ ভাইদের (নওয়াজ শরিফ ও শাহবাজ শরিফ) অবস্থা বা জনপ্রিয়তা সম্পর্কে বুঝতে পারবে।

ইমরান খানের দল পিটিআইকে সমর্থন করার বিষয়ে মুনিস এলাহি বলেন, পিটিআইয়ের কেন্দ্রীয় নেতা পারভেজ খট্টক, আসাদ উমর ও শাহ মেহমুদ আমাদেরকে বিরোধী দলে না যাওয়ার বিষয়ে বলেছেন। এ কারণে আমাদের রাজনৈতিক দল ও পরিবার সিদ্ধান্ত নেয় যে তারা পিটিআইকে সমর্থন করবে। মূলত, আমরা পাকিস্তানের জন্যই ইমরান খানের দল পিটিআইকে সমর্থন করছি। সূত্র : জিও নিউজ

Related Articles

Back to top button
error: