টিডিএন বাংলা ডেস্ক: হাথরাস কাণ্ডের প্রতিবাদে আজ রাজ্যজুড়ে প্রতিবাদ বিক্ষোভ করবে তৃনমূল কংগ্রেস। রাজ্যের সমস্ত জেলার ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। পাশাপাশি আজই পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শনিবার বিকেল ৪টে নাগাদ বিড়লা তারামণ্ডল থেকে ধর্মতলায় গান্ধীমূর্তি পর্যন্ত মিছিল করবেন মুখ্যমন্ত্রী।