HighlightNewsরাজ্য

তৃণমূলের রাজত্ব দুর্নীতি, তোলাবাজি ও সন্ত্রাসীর প্রতীক হয়ে উঠেছে : সিপিআই(এমএল)

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: তৃণমূলের রাজত্ব ব্যাপক দুর্নীতি, তোলাবাজি ও সন্ত্রাসী অপশাসনের প্রতীক হয়ে উঠেছে বলে কটাক্ষ করলো রাজ্য সিপিআই(এমএল)। এসএসসি দুর্নীতি মামলায় যুক্ত থাকার অভিযোগে আজ শনিবার সকালেই গ্রেফতার করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার ঘনিষ্ট হিসাবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায় ও পার্থর আপ্ত সহায়ক সুকান্তকে। সেই প্রসঙ্গেই এমন অভিযোগ তোলা হল সিপিআই(এমএল)-এর তরফে।

এদিন একটি বিবৃতিতে তারা দাবি করেন, “এসএসসি সহ সমস্ত নিয়োগ দুর্নীতির কার্যকরী তদন্ত ও তদন্ত সাপেক্ষে দোষী প্রমানিত মন্ত্রী- আধিকারিকদের কঠোর শাস্তিদানের প্রক্রিয়াকে অবাধ ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে আমরা পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী সহ তৃণমূল নেতা, মন্ত্রী ও সমস্ত অভিযুক্ত আধিকারিকদের অবিলম্বে বরখাস্ত করার দাবি জানাই।”

একইসঙ্গে ওই বিবৃতিতে আরও অভিযোগ করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দুর্নীতি পরায়ণ মন্ত্রি-নেতাদের আইনের হাতে না তুলে দিয়ে উল্টে তাদের আড়াল করার চেষ্টা করছে। ওই বিবৃতিতে বলা হয়, ” মুখ্যমন্ত্রী ন্যায্য দাবিগুলিকে সম্পূর্ণ উপেক্ষা করেছেন এবং তাঁর ক্যাবিনেট সদস্যদের পাহাড়প্রমাণ দুর্নীতি আড়াল করতে সচেষ্ট থেকেছেন। তৃণমূলের রাজত্ব ব্যাপক দুর্নীতি, তোলাবাজি ও সন্ত্রাসী অপশাসনের প্রতীক হয়ে উঠেছে।”

Related Articles

Back to top button
error: