রাজ্য
ট্যুইট করে বিমল গুরুংকে স্বাগত জানালো তৃণমূল
টিডিএন বাংলা ডেস্ক: বিজেপির সঙ্গ ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজ করার বার্তা দিতেই এবার ট্যুইট করে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুংকে স্বাগত জানালো তৃণমূল কংগ্রেস। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করে লেখা হয়, ‘আমরা বিমল গুরুঙ্গকে স্বাগত জানাচ্ছি। এনডিএ থেকে তাঁর সমর্থন তুলে নেওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করার এই সিদ্ধান্ত পাহাড়ের শান্তির জন্যে অত্যন্ত ইতিবাচক। গোর্খাল্যান্ড ইস্যুতে রাজনৈতিক কারণেই ব্যবহার করেছে বিজেপি। আর তাঁদের সেই অবিশ্বাসযোগ্য ভাবমূর্তিই আরও একবার ফাঁস হয়ে গেল। আমরা আশাবাদী পাহাড়ের সমস্ত রাজনৈতিক দল, মানুষ একযোগে কাজ করবেন, আর তাতেই আমাদের মাতৃভূমির ভালো হবে।’