যথেচ্ছ দাম নেওয়া যাবেনা মাস্কের; ৩টাকা, ৪ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪৯ টাকা দাম বেঁধে দিল মহারাষ্ট্র সরকার
টিডিএন বাংলা ডেস্ক: করোনা মহামারীর সঙ্গে মোকাবিলা করতে প্রয়োজন মাস্কের ব্যবহার। অথচ এই অত্যন্ত জরুরী মাস্কেরই যথেচ্ছ দাম নিচ্ছেন ব্যবসায়ীরা। অফলাইনে তো বটেই অনলাইনেও চড়া দামে বিকোচ্ছে মাস্ক। তাই মাস্কের দাম সাধারণের সাধ্যের মধ্যে আনতে এবার দাম বেঁধে দিল মহারাষ্ট্র সরকার। এই প্রথম দেশের কোন রাজ্যে টু প্লাই মাস্কের দাম ৩ টাকা, ৩ ফ্লাই মাস্কের দাম ৪ টাকা এবং এন ৯৫ মাস্ক এর দাম ১৯ টাকা থেকে ৪৯ টাকার মধ্যে বেঁধে দিল মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে একটি সরকারি বিবৃতিতে বলেছেন, করোনার সংক্রমণ রুখতে সরকার মাস্ক পড়তে বলেছে। যারা মাস্ক পড়বেন না, তাদের জরিমানা হবে, শাস্তিও দেওয়া হবে। তাই মাস্কের দাম সাধ্যের মধ্যে রাখতে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী এই পদক্ষেপ নিয়েছেন। রাজ্যে মহামারী আইন বহাল থাকা পর্যন্ত এই নির্ধারিত দাম সমস্ত মাস্ক নির্মাতা কোম্পানি, ডিস্ট্রিবিউটর, খুচরো দোকানদারদের ক্ষেত্রে কার্যকর থাকবে। দোকানের বাইরে বোর্ডে মাস্কের দাম লিখে টাঙিয়ে রাখতে হবে।