দেশ

দর্শকশূন্যই থাকবে দুর্গাপূজার মন্ডপ; সামান্য পরিবর্তন আনলেও মূল রায় বহাল রাখল কলকাতা হাইকোর্ট

টিডিএন বাংলা ডেস্ক: করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সোমবার দুর্গাপুজার মন্ডপ ঘিরে নো এন্ট্রি বাফার জোন করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ছোট প্যান্ডেল এর ক্ষেত্রে ৫ মিটার এবং বড় প্যান্ডেল এর ক্ষেত্রে ১০ মিটারের সীমানা দিয়ে ঘিরে দিতে হবে পুজো মণ্ডপ। উচ্চ আদালতের এই রায়ের পুনর্বিবেচনার দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয় ফোরাম ফর দুর্গোৎসব। জরুরী ভিত্তিতে পুনর্বিবেচনার আর্জি জানায় ওই ফোরাম। বুধবার ওই পুনর্বিবেচনার আর্জির পরিপ্রেক্ষিতে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় দর্শকশূন্য ই থাকবে পুজো মণ্ডপ। পূর্ববর্তী রায়ের কিছু অংশের সামান্য পরিবর্তন করলেও আগের রায়ই বহাল রাখে আদালত।

এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায়,”বড় পুজো মণ্ডপে প্রবেশের জন্য ৬০ জনের তালিকা বানাতে হবে। ৬০ জনের তালিকা হলেও একসঙ্গে থাকতে পারবেন সর্বোচ্চ ৪৫ জন। ৩০০ বর্গ মিটারের কম মাপের মণ্ডপের জন্য ১৫ জনের তালিকা তৈরি করতে হবে। ১৫ জনের তালিকা হলেও একসঙ্গে থাকতে পারবেন ১০ জন। উদ্যোক্তা ও স্থানীয়দের নামের তালিকা রোজ আপডেট করা যাবে।”এর পাশাপাশি করোনা বিধি মেনে প্রতিটি পূজা মণ্ডপের নো এন্ট্রি জোনে ঢাকিদের থাকার অনুমতি দিয়েছে উচ্চ আদালত।

এ দিনের শুনানি চলাকালীন এডভোকেট জেনারেল কেন্দ্রের শেষ নির্দেশিকা অনুসারে ধর্মীয় স্থানে যাবার অনুমতি প্রসঙ্গ উল্লেখ করলে বিচারপতির সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন,”হ্যাঁ, যাওয়া যাবে কিন্তু দূরত্ব বজায় রেখে।”

সোমবারের দুর্গাপুজার মন্ডপ সংক্রান্ত ঐতিহাসিক রায়ের পর পুজোর প্রস্তুতি শেষ পর্যায়ে পরিকাঠামোগত পরিবর্তন করতে অসুবিধা, বিভিন্ন পূজা মন্ডপের ভৌগোলিক অবস্থানগত সমস্যাএবং ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হলে স্থানীয়দের যা তাদের সমস্যা হবার কথা উল্লেখ করেফোরাম ফর দুর্গোৎসব এর পক্ষ থেকে জরুরি ভিত্তিতে পুনর্বিবেচনার আর্জি জানানো হয় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে। ফোরামের দাবি বেশিরভাগই কলকাতার অলিতে গলিতে হয়। সে ক্ষেত্রে ব্যারিকেড দিয়ে ঘিরে দিলে স্থানীয়দের যাতায়াতের অসুবিধা হবে। শুধু তাই নয় আগে নির্দেশিকা অনুযায়ী শুধুমাত্র ২৫ জনের পক্ষে সারাদিন টানা কাজ করে যাওয়া সম্ভব নয়। এই আর্জির পরিপ্রেক্ষিতেই এদিন পুনর্বিবেচনার আর্জি গ্রহণ করে কলকাতা হাইকোর্ট।

Related Articles

Back to top button
error: