দেশ

সভার মাঝে লালু জিন্দাবাদ স্লোগান, ভোট প্রচারে গিয়ে ক্ষোভ প্রকাশ নীতিশ কুমারের

টিডিএন বাংলা ডেস্ক: সভা চলাকালীন সময়ে লালু জিন্দাবাদ স্লোগান। আর তা নিয়েই কার্যত মেজাজ হারালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বুধবার সরণ জেলার পারসা বিধানসভার ডেরনিতে ভোট প্রচারে যান নীতীশ। সেখানেই তিনি বক্তব্য দেওয়ার মাঝেই হঠাতই সমাবেশের মধ্যে থেকে স্লোগান ওঠে ‘লালু জিন্দাবাদ’। বেজায় চটে যান নীতীশ।বক্তৃতা থামিয়ে তিনি জিজ্ঞাসা করেন, ‘কি যেন বলছিলেন ভাই হাত ওঠান একটু’। সেসময় কোলাহল হতেই তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এখানে এ ধরনের ভাষা ব্যবহার করবেন না। যদি ভোট না দিতে চান, দেবেন না। কিন্তু এ ভাবে হল্লা করা কি ঠিক নয়। এ ভাবে হল্লা করলে হবে না। যাঁর ভোটের জন্য এখানে এসেছেন, তাঁর ভোটও নষ্ট করবেন আপানারা। এ রকম শিশুসুলভ আচরণ করবেন না।’

Related Articles

Back to top button
error: