টিডিএন বাংলা ডেস্ক: প্রতিশ্রুতি পালন করেননি মোদী-শাহ, বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে মমতার প্রতি সমর্থনের ঘোষণা করে হঠাৎ প্রকাশ্যে এলেন গোর্খা জনমুক্তি মোর্চা প্রধান বিমল গুরুং। ২০১৭ সালের পর প্রথমবার প্রকাশ্যে এলেন তিনি। আজ বিকালে আচমকা সল্টলেকের গোর্খা ভবনের সামনে গুরুংয়ের গাড়ি দেখা যায়। পরে সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছি না। গোর্খাল্যান্ড ইস্যুর পাশে যারা, সেই দলকে সমর্থন করব। ৬ বছর হয়ে গেলেও গোর্খাল্যান্ডের জন্য কিছুই করেনি বিজেপি। প্রতিশ্রুতি পূরণ করেননি মোদি-অমিত শাহ। তৃণমূলের সঙ্গে জোট করে এর জবাব দেওওয়া ঘোষণা করেন তিনি।