“রাজ্য কি পরিবর্তন করতে পারে কেন্দ্রের আইন?” পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহকে জিজ্ঞাসা করলেন অরবিন্দ কেজরিওয়াল
টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে পাঞ্জাবে সংশোধনী কৃষি বিল আনা প্রসঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহকে কটাক্ষ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আদতে রাজ্যের মানুষকে বোকা বানাচ্ছেন। নাটক করছেন। ক্যাপ্টেন অমরিন্দর সিংহের উদ্দ্যেশ্যে তাঁর প্রশ্ন,” রাজ্য কেন্দ্রের আইন বদল করতে পারে?”
বুধবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে একটি টুইট করে বিরোধী দলগুলির দ্বৈত মনোভাব নিয়ে সমালোচনা করে বলা হয়েছিল যে একদিকে তারা বিধানসভা অধিবেশনে নতুন কৃষি আইন এর সমর্থন করেছেন এবং পরে সেই কৃষি আইন নিয়ে সমালোচনা করেছেন। ওই তুই তিনি জবাবে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সভাপতি আরবিন কেজরিওয়াল লিখেছেন,”রাজাসাহেব, আপনি কেন্দ্রের আইনকে সংশোধন করেছেন। কোন রাজ্য কি কেন্দ্রের আইনকে পরিবর্তন করতে পারে?না। আপনি নাটক করেছেন। জনগণকে বোকা বানিয়েছেন। আপনি যে আইন কাল পাস করেছেন তারপরে কি পাঞ্জাবের কৃষকেরা এমএসপি পাবেন?না। কৃষকরা এমএসপি চান আপনার মিথ্যা এবং প্রবঞ্চনামূলক আইন নয়।”