HighlightNewsদেশ

Tripura: “ত্রিপুরায় মুসলিমদের মসজিদ, দোকানপাট, বাড়িঘরে আক্রমণ ও ভয়-ভীতি প্রদর্শন হচ্ছে”: CPML

নিজস্ব সংবাদদাতা,টিডিএন বাংলা: বাংলাদেশের কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরার সাম্প্রদায়িক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ত্রিপুরায় সংখ্যালঘু মুসলমানদের মসজিদ, দোকানপাট ও বাড়িঘরে আক্রমণ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। সহিংস আক্রমণ ও ভয় ভীতি প্রদর্শন অবিলম্বে বন্ধ করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সিপিআই(এমএল)। একইসঙ্গে প্রশাসনের কাছে দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও আইনানুগত কঠোর শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছে। সিপিআই(এমএল), এর ত্রিপুরা রাজ্য কমিটি একটি প্রেস বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর মৌলবাদী সাম্প্রদায়িক সহিংসতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে গত কিছুদিন ধরে ত্রিপুরার বিভিন্ন জেলায় সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় মসজিদ, ব্যক্তিগত বাড়িঘর ও দোকানপাটে বেশ কিছু সহিংস আক্রমণের ঘটনা ঘটেছে। ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলি সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় নিশানা করে হিন্দু জনমানসে ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়ে দিতে তৎপর এবং তারাই এসমস্ত উস্কানিমূলক আক্রমণের ঘটনাবলী পরিকল্পিতভাবে সংগঠিত করছে। তারা সামাজিক মাধ্যমকে ব্যবহার করে দেশভাগের সময়কার স্পর্শকাতর সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাবলী প্রচার করছে এবং এক সাম্প্রদায়িক প্রতিহিংসামূলক আবহ তৈরী করতে চাইছে।”

উল্লেখ্য, ২১ অক্টোবর উদয়পুরে রাধাকিশোরপুর থানার মহারানী ও উত্তর মহারানী মিশ্র বসতি অঞ্চলে উত্তেজনা সৃষ্টি হয়। ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও তা অমান্য করার ফলে পুলিশের সাথে উগ্র হিন্দুত্ববাদীদের সংঘর্ষের ঘটনা ঘটে। কাকড়াবনে রাতের অন্ধকারে মসজিদ পোড়ানোর এবং দক্ষিণ মুড়াপাড়াতে মসজিদে ও বাড়িঘরের বাউন্ডারি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এছাড়াও বিভিন্ন এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। CPML-এর অভিযোগ, “এই প্রশ্নে সংবিধান প্রদত্ত দায়দায়িত্ব পালনে বিজেপি পরিচালিত রাজ্য সরকার দায়সারা ভূমিকা গ্রহণ করেছে। কারণ আসলে বিজেপি-র কার্যকর্তারাই উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের আড়ালে এই সাম্প্রদায়িক আক্রমণ, ভয় ভীতি প্রদর্শনের ঘটনা সংগঠিত করছে। ফলে এই পরিস্থিতিতে সরকারের যে যে পদক্ষেপ গ্রহণ করা জরুরী প্রয়োজন, কার্যত সরকার তা ইচ্ছা করেই করছে না।” তাই সরকারের দুর্বলতার কারণে যে কোন সময় কোন বড় ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছে সিপিআই(এমএল)। বিবৃতিতে আরও বলা হয়, “সরকারকে তার সংবিধান সম্মত দায়দায়িত্ব পালনে এগিয়ে আসার হবে। উগ্র মৌলবাদী সাম্প্রদায়িক শক্তিকে কঠোরভাবে দমন করার দাবি জানাচ্ছি। সাম্প্রদায়িক ঐক্য, শান্তি ও সম্প্রীতি রক্ষার জন্য সব অংশের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”

Related Articles

Back to top button
error: